Park Circus Shootout: পার্ক সার্কাসে আচমকাই গুলি পুলিশ কর্মীর! ঘটনাস্থলেই মৃত্যু ওই পুলিশসহ এক মহিলার | Bangla News

2022-06-10 1

ভরদুপুরে ভয়ঙ্কর ঘটনা পার্ক সার্কাসে। গুলিতে মৃত্যু হল দু’জনের। প্রত্যক্ষদর্শীদের দাবি, ১০ থেকে ১৫ রাউন্ড গুলি চালান এক পুলিশ কর্মী। গুলিবিদ্ধ হয়ে নিহত হন এক বাইক আরোহী মহিলা। পরে ওই পুলিশ কর্মীও নিজেকে গুলি করে আত্মঘাতী হন। তাঁর দেহের পাশেই পড়ে ছিল রাইফেল। বাংলাদেশের ডেপুটি হাইকমিশনের ৫০ মিটার দূরেই এই ঘটনা ঘটে।  সূত্রের দাবি, ডেপুটি হাইকমিশনের আউটপোস্টে ডিউটি ছিল ওই পুলিশ কর্মীর। আচমকাই গুলি চালান তিনি।  

Videos similaires